পিয়ালী দাস, বীরভূমঃ
ডিটোনেটর, জিলেটিন স্টিকের মত বিস্ফোরক সহ একজনকে গ্রেপ্তার করল মহম্মদবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বারিক মোমিন। বাড়ি রামপুর গ্রামে। ধৃতকে আজ সিউড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেপাজতে নেয় পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে পুলিশের একটি বিশেষ দল গ্রামে হানা গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে প্রায় ৩০০ ডিটোনেটর, ১৯৩ জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, পাথর খাদান এলাকায় বিস্ফোরণের জন্য ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। পাথর খাদান এলাকা ছাড়াও বিভিন্ন নাশকতামূলক কাজেও এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে। তাই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলায় ডিটোনেটর, জিলেটিন স্টিকের মত বিস্ফোরকের কারবারে বাড়তি নজর থাকে পুলিশের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584