মনিরুল হক, কোচবিহারঃ
ভারত-বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার সিতাইয়ে বড় রকমের সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে স্বাধীনতা দিবসের রাতে চামটা গ্রাম পঞ্চায়েতের আঠারোজানি এলাকায় তল্লাশি চালিয়ে একটি পাইপ গান এবং ৪ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। ধৃত ওই যুবককে আজ দিনহাটা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।
সিতাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম হাপিজুল মিঞা। ধৃতের বাড়ি চামটা গ্রাম পঞ্চায়েতের আঠারোজানি এলাকায়। ধৃত ওই ব্যক্তির কাছে থেকে একটি পাইপ গান এবং ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ আত্মঘাতী প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভি বি চন্দ্রশেখর
পুলিশের অনুমান, নাশকতার ছক কষতেই ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিল। শুক্রবার ধৃত ওই যুবককে দিনহাটা আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584