সাত লক্ষ টাকার জাল নোট উদ্ধার,ধৃত ১

0
72

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

সাত লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ।ঘটনা মালদার মানিকচক থানার এনায়েতপুর এলাকার।

Arrested one with seven lakhs fake note
উদ্ধার হওয়া জাল নোট।নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে এনায়েতপুর এলাকা থেকে গোপন সূত্রের খবর পয়ে মানিকচক থানার ওসি দেবব্রত চক্রবর্তী নেতৃত্ব পুলিশ বাহিনী মটরবাইক আরহী দুই ব্যক্তি ধরার চেষ্টা করে। ঘটনায় এক জন পালিয়ে গেলেও দিলবার হোসেন(২৫) নামে ব্যক্তিকে আটক করে পুলিশ।আটক ব্যক্তিকে তল্লাশি চালালে তার কাছ থেকে ৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়।উদ্ধার হওয়া জাল নোট গুলি সমস্ত ২ হাজার টাকার।

ধৃত দিলবার হোসেন বাড়ি মালদহের কালিয়াচক থানা চরিঅনন্তপুর এলাকার পিরপুর গ্রামে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ থেকে জাল নোটগুলি মানিকচকের গঙ্গানদী পার করে ঝাড়খন্ড রাজ্যে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।তার আগেই মানিকচক পুলিশ সব বানচাল করে দেয়।

আরও পড়ুনঃ দু’লক্ষ দশ হাজার টাকার জাল নোট সহ ধৃত এক

মানিকচক থানার পুলিশ ধৃত দিলবার হোসেনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাছে। পাশাপাশি ঘটনায় জড়িত জাল নোট চক্রের তদন্ত করছে পুলিশ।সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here