শ্যামল রায়,নদীয়াঃ
নবদ্বীপ থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কঙ্কাল ব্যবসায়ী তাপস পাল ও তার ভাই মনোজ পালকে গ্রেপ্তার করেছে।পুলিশী জেরায় তাপস স্বীকার করেছে যে কাঁচা টাকার জন্যই তারা এ ব্যবসায় নেমেছে।প্রসঙ্গত উল্লেখ্য যে,দু’বছর আগে আগে পূর্বস্থলীর পুলিশ তাদের গ্রেপ্তার করে সে সময় তারা জামিনে ছাড়া পেয়ে নবদ্বীপে ঘাঁটি গেঁড়ে পুরানো ব্যবসা বহাল তবিয়তেই চালাচ্ছিল।কঙ্কাল ব্যবসায় তাদের হাতেখড়ি পূর্বস্থলীর মুক্তি বিশ্বাসের হাত ধরে ।মুক্তি বিশ্বাসের এক সময়ের ডানহাত ছিল তাপস।তার মৃত্যুর পর তাপসই এব্যবসায় সর্বেসর্বা হয়ে ওঠে।একসময় পূর্বস্থলী থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের নন্দ কলোনি থেকে তারা এ ব্যবসা চালাত।গ্রেফতারির পর নবদ্বীপ ও পূর্বস্থলী থেকে পর্যায়ক্রমে ব্যবসা চালাত অবশেষ নবদ্বীপ পুলিশের হাতে গ্রেফতার।
এদিনের গ্রেফতারিতে পুলিশ পেয়েছে তিনটি মাথার খুলিসহ একাধিক কলঙ্কালের হাড়।বিভিন্ন এজেন্টের মাধ্যমে এরা কাজ চালাত।নেপাল বাংলাদেশ হয়ে পাচার হত এই কঙ্কাল।অজ্ঞাত পরিচয় মৃতদেহ,শ্মশান কবরস্থান থেকে লাশ চুরি ছাড়াও নদীতে ভেসে যাওয়া লাশও সংগ্রহ করে রাসয়নিক বিক্রিয়ায় হাড়গুলিকে আলাদা করতো এরা।প্রতিটি কঙ্কালে পাঁচহাজার মতো লাভ থাকতো বলে জানা গেছে।বর্ষাকালই তাদের সিজিন বলে জানা গেছে।এক সময়ে পূর্বস্থলীর মিরতলা দেবনগর ঘাট এবং বেলেরহাট গঙ্গার ঘাট থেকে তারা লাশ সংগ্রহ করতো। নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক সুবীর কুমার রায় জানিয়েছেন যে,ধৃতদের কাছ থেকে বহু তথ্য মিলেছে।তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584