আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

0
78

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম থেকে অস্ত্রসহ তিন দুষ্কৃতীকে স্থানীয়রা তুলে দিল পুলিশের হাতে। জানা গিয়েছে বাবাই দাস, কালু ও তাপস দলুই নামে তিন ব্যক্তি বাইকে করে আসার সময় শালবনী থানার দহতে অপর এক বাইক আরোহীকে ধাক্কা মারার পরেই এলাকাবাসীর সাথে বচসায় জড়িয়ে পড়ে।এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী।

three antisocials
ধৃত তিন দুষ্কৃতী। নিজস্ব চিত্র

অবশেষে তাদের ধাওয়া করে গুরগুরিপাল থানার নয়াগ্রামে ধরে ফেলে গ্রামবাসীরা।তাদের কাছে পাওয়া যায় দুটি ওয়ান শাটার গানসহ একটি এটিএম কার্ডস্ক্র্যাচ মেশিন।এরপর স্থানীয়রা তিন দুষ্কৃতীকে আটক করে নয়াগ্রাম পুলিশ ক্যাম্পের হাতে তুলে দেয়। পরে গুরগুরিপাল থানা খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

 

firearms
উদ্ধার হওয়া ওয়ান সাটার পিস্তল ও গুলি। নিজস্ব চিত্র

জানা গিয়েছে,ধৃতদের বাড়ি মেদিনীপুর শহরের বটতলারচকে। উল্লেখ্য এই দিনই গোয়ালতোড় থানার কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে নেয় তারাই ঘটিয়েছে ছিনতাইয়ের ঘটনা।পাশাপাশি তাদের কাছে অস্ত্র কোথা থেকে এল এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে খোঁজ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুনঃ হিন্দু হয়েও মৃতদেহকে বাড়িতেই সমাহিত করায় প্রশ্নের মুখে গৃহকর্ত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here