বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ দেহব্যবসা চালানোর অভিযানে তিন মহিলা সহ এক যুবককে গ্রেফতার করল।ধৃতদের নাম প্রিয়া মোদক,সুধা বিশ্বাস,সুশীলা রায় ও আজিজুল মিয়া।ধৃত তিনজন মহিলাই শিলিগুড়ি এবং জলপাইগুড়ির বাসিন্দা।পুলিশ সূত্রে খবর যে এদিন এনজিপি স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে তিন মহিলা সহ এক যুবক ঘোরাঘুরি করছিল।এরপর তাদের দেখে পুলিশের সন্দেহ হয়।
তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে,এরপরেই বেরিয়ে আসে আসল গল্প।তিন মহিলা পুলিশকে জানায় যে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে ছিল তাদের।অসৎ উদ্দেশ্যে এনজেপি স্টেশন সংলগ্ন হোটেল গুলিতেই যাবার চেষ্টা করছিল।এর পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে ধৃত আজিজুল মিয়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মহিলাদের নিয়ে মধুচক্র চালাতো।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে এনজেপি থানার পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
আরও পড়ুনঃ কাপড়ের দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584