হরষিত সিং, মালদহঃ
জালনোট কারবারিকে জেরা করে পাচার চক্রের এক মূল পান্ডাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থার পাটনা শাখা। মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগর থানার মহনপুর থেকে ধৃতকে গ্রেফতার করে। বুধবার মালদহ জেলা আদালতের মাধ্যমে ধৃতকে পাটনা নিয়ে যায়।
উল্লেখ্য ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর বিহারের পাটনায় আফ্রোজ আনসারি নামে এক জালনোট পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় পাঁচ লক্ষ চূড়ানব্বই হাজার টাকার জাল নোট। সবগুলোই পাঁচশো টাকার নোট। ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে পাটনা আদালত জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের দায়িত্ব তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বৈষ্ণবনগরের ওই পাচারকারীর নাম উঠে আসে। মঙ্গলবার তার বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতে নাম মহম্মদ রাইস উদ্দিন। এদিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাটনা নিয়ে যায় এনআইএর কর্তারা।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে হরিণের শিং সহ গ্রেফতার দুই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584