শ্যামল রায়,কালনাঃ
কয়েকদিন আগেই পূর্বস্থলী থানার লক্ষীপুর গ্রামের বাবুইডাঙ্গা গ্রামের বাসিন্দা ছাত্র খুন হয়েছিল আরশেদ শেখ।ছাত্র খুনের ঘটনায় তোলপাড় এলাকা।শেষমেষ পূর্বস্থলী থানার পুলিশের উদ্যোগে তৎপরতায় গ্রেফতার দুই।ধৃতদের শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম হল বিশ্বজিৎ ঘোষ ও দেবাশীষ হালদার। বাবুইভাঙাডাঙ্গা গ্রামে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে কয়েকদিন আগেই বাবুই ডাঙ্গার মাঠে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।স্কুল ড্রেস গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল।লক্ষ্মীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণিতে পাঠরত ছিল সে। পরীক্ষা দেওয়ার পর থেকে বিকেল থেকে নিখোঁজ ছিল।রাতে মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে পূর্বস্থলী থানায়। পরেরদিন বাবুইডাঙ্গা গ্রামে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।দোষীদের গ্রেফতার ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছিলেন এলাকার মানুষ।পুলিশ কথা দিয়ে কথা রাখলেন গ্রেফতার দুই দিনের পুলিশ হেফাজত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584