হরষিত সিং, মালদহঃ
প্রায় এক লক্ষ টাকার জাল নোট সহ একটি চোরাই মোটর বাইক সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের সুলতানগঞ্জ মোড় এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে।শুক্রবার ধৃত দুই পাচারকারীকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুলতানগঞ্জ মোড় এলাকায়।বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।সেই সময় সন্দেহজনক একটি নম্বর হীন মোটর বাইক আটক করে তল্লাশি চালানো হয়।দুই বাইক আরোহী ও বাইকে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের হেপাজত থেকে উদ্ধার করে জাল নোট এবং তাদের কাছে থাকা বাইকটিও অবৈধ বলে জানা যায়।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম কারিমূল সেখ (৪৪)এবং কাইউম সেখ (৪৫)।বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ ডাউন টোলা এলাকায়।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকার জাল নোট।উদ্ধার নোট গুলির সবগুলিই দুই হাজার টাকার।
শুক্রবার ধৃত দুই পাচারকারীকে মালদহ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানায় কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুনঃ নারী পাচারের অভিযোগে ধৃত দুই,ক্ষুব্ধ এলাকাবাসী দাবী কঠোর শাস্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584