তুলে এনে বিয়ের চেষ্টা নাবালিকা প্রেমিকাকে, শ্রীঘরে কাটছে রাত অভিযুক্ত যুবকের

0
91

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

arrested youth on charges of force marriage of a minor girl 2
নাবালিকা।নিজস্ব চিত্র

গত সোমবার হুগলি জেলার অারামবাগ থানার পান্ডু গ্রাম থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে বলে অভিযোগ উঠলো মনসুকা গ্রামের এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবক ভগীরথ সাউ তার দিদি ও জামাইবাবুকে সাথে করে নিয়ে গিয়ে এক নাবালিকাকে তুলে নিয়ে অাসে।

arrested youth on charges of force marriage of a minor girl
অভিযুক্ত ভগীরথ সাউ।নিজস্ব চিত্র

ভগীরথের বাড়ি ঘাটাল থানার মনসুকা গ্রামে।গত সোমবার একটি মারুতি ভ্যান নিয়ে হুগলী জেলার পান্ডু গ্রামে যায়।ভগীরথের সাথে ফোনে অালাপ বছর পনেরোরটির মেয়েটির।আলাপ থেকে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেলে অভিযুক্ত যুবক দেখা করতে বলে।নাবালিকা মেয়েটি তার বোনকে সাথে নিয়ে দেখা করতে এলে,সেই সময় ভগীরথ তাকে বারবার বিয়ে করে নেওয়ার জন্য জোর করে।সে রাজি না হওয়ায় পকেট থেকে সিঁদূর বের করে তাকে পরিয়ে দেয়।তারপরেও সে যেতে না রাজি হওয়ায় তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।তার বোন চেঁচামেচি করায় তাকে ভয় দেখিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে জানায় তার বোন।মেয়েটির মায়ের অভিযোগ,তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে পালিয়ে যায় ঐ ছেলেটি।তারপর তারা খোঁজ নিয়ে ছেলেটির বাড়ি গেলে সেখানে তাদের আটকে রাখা হয়।তারপর তারা চাইল্ডলাইনে খবর দিলে তারা পুলিশকে নিয়ে এসে উদ্ধার করে তাদের।এরপরই মেয়েটির মা ঘাটাল থানায় অভিযোগ করেন।ঘাটাল থানা অভিযোগ পেয়ে তিন জনকে গ্রেফতার করেছে।অভিযুক্ত ভগীরথ সাউ,তার জামাইবাবু নিত্যানন্দ হাজরা,ঘটক শুভজিত।আজ তাদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজত দেন ও নাবালিকাকে তিন দিন হোমে রাখার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ,ধৃত দুই

স্থানীয় সূত্রে জানা যায় ভগীরথ ও মেয়েটির কিছুদিন ধরেই সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ক স্থায়ী করার জন্য সোনার কারিগর ভগীরথ এটা করেছে।নাবালিকাকে বিয়ে করলে শ্রীঘরে যেতে হবে এটা কল্পনাও করতে পারেনি ভগীরথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here