নিজস্ব সংবাদদাতা,মালদহঃগোপনসূত্রে পাওয়া খবরে পুলিশী অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক ভিনরাজ্যের দুস্কৃতিকে গ্রেফতার করলো মালদার মানিকচক থানার পুলিশ।মানিকচক থানার রাজমহল ঘাট এলাকায় ঘটে ঘটনাটি। ধৃতকে মঙ্গলবার জেলা আদালতে হাজির করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতের নাম আনন্দি মন্ডল(২৫)।ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।

সোমবার রাতে মানিকচক থানার পুলিশ গোপনসূত্রের খবর পেয়ে রাজমহল ঘাট এলাকায় অভিযান চালায়।সেখানে এক যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশ কর্তাদের।সন্দেহভাজন যুবকে তল্লাসি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ।তারপরই গ্রেফতার করা হয় যুবককে।ধৃতের হেফাজত থেকে একটি পাইপগান ও কুড়ি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান,এই যুবক এলাকায় দুস্কৃতিমূলক কাজের উদ্দেশ্যেই এলাকায় হাজির হয়েছিলেন।তবে পুলিশের তৎপরতায় আগেই গ্রেফতার করা হয় ভিনরাজ্যের এই যুবককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584