নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পূর্ব ঘোষণা মতই মেদিনীপুরে আর্সেনিক অ্যালবাম ৩০ ঔষধ বিতরণ শুরু করা হল হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের পক্ষ থেকে। মেদিনীপুরের বটতলা চক সহ ১২ নম্বর ওয়ার্ড জুড়ে করোনা প্রতিরোধক হিসেবে এই ওষুধ তুলে দেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।
দিন কয়েক আগে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর্সেনিক অ্যালবাম ৩০ ওষুধটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিল সেন্ট্রাল হোমিওপ্যাথিক কাউন্সিল। এরপরে শহরবাসীর হাতে এই ওষুধ তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের সংবর্ধনা গৃহবধূর
সোমবার থেকেই শহরবাসীর হাতে রীতিমতো পিপিই কিট পড়ে এই ওষুধ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল চিকিৎসকরা। একইভাবে মেদিনীপুর পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এই ওষুধ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা। তবে একই সাথে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব মানা অত্যন্ত জরুরি বলেও মনে করিয়ে দেন চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584