নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মঙ্গলবার রথযাত্রা। কিন্তু এই বছর করোনার প্রকোপ রথযাত্রা উৎসবকে কার্যত গ্রাস করেছে। বন্ধ মহিষাদল, তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর রথ। প্রত্যেক বছর রথযাত্রার দিন বিকেল হলেই দেখা মিলত পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ছোট্ট রথের জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজিয়ে নিয়ে চলেছে গুটি গুটি পায়ে।
কারোর রথ হত দোতালা, কারোর আবার তিনতলা। সেই রথ সাজানো হত নানারঙের কাগজ দিয়ে। সেই রথের রশিতে টান দিতে ভিড় জমাত পাড়ার বহু মানুষ। কিন্তু এবছর হয়ত সেই ক্ষেত্রে কিছুটা হলেও ভাটা পড়েছে। তমলুকের ৭ নম্বর ওয়ার্ডের পদুম্বসান এলাকায় প্রত্যেক বছরই একশো কুড়ি থেকে ১২৫ টি রথ বানাত কয়েকজন শিল্পী।
আরও পড়ুনঃ রথের দিন দুঃস্থদের পাশে মহিলারা
কিন্তু এবছর করোনার জেরে লকডাউনের ফলে রথ বানানো হচ্ছে মাত্র ২৫ টি। এত কম রথ বানানো প্রসঙ্গে তারা জানান, করোনার প্রকোপে রথ বানানো বন্ধ হয়েছে। শিল্পীর কাছে রয়েছে ২০০ থেকে শুরু করে পনেরশো টাকার বাজেটের রথ।
মহিলারা যুক্ত রয়েছেন রথ তৈরীর সঙ্গে।নাওয়া-খাওয়া ভুলে প্রত্যেক বছরই রথ তৈরীতে ব্যস্ত থাকেন বাড়ির মহিলারা। কিন্তু এবছর স্বাভাবিকভাবেই সেই ব্যস্ততাও কিছুটা হলেও কমেছে। রথের চাহিদা কম থাকায় মন ভারাক্রান্ত রথ তৈরীর সঙ্গে যুক্ত শিল্পীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584