নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আলিম বিভাগে রাজ্যে প্রথম স্থান অধিকার করল মুর্শিদাবাদে দৌলতাবাদের ছেলে আসাদুল্লাহ আল গলিব (রাহুল)। শুক্রবার আসাদুল্লাহকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে অভিনন্দন জানান। প্রথম স্থান অধিকার করায় তাঁকে অভিনন্দন জানান নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মোঃ সবুর আলী (রাজ্য সহ-সম্পাদক), দুলাল দত্ত (জেলা সম্পাদক), গৌতম ব্যানার্জি (বহরমপুর মহাকুমা সম্পাদক),
মুর্শিদা খাতুন (কেন্দ্রীয় কমিটির সদস্যা), অমল কর্মকার (জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য), সাখাওয়াত হোসেন (সভাপতি, দৌলতাবাদ জোন), এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ।৯০০ নম্বরের মধ্যে প্রথম স্থানাধিকারী আসাদুল্লাহ ‘র প্রাপ্ত নম্বর ৮২৩।
আরও পড়ুনঃ রবিবার থেকে লকডাউন কড়া হচ্ছে হরিশ্চন্দ্রপুরে
শতকরা ৯১.৪ শতাংশ নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় সে। তাঁর হাতে আশীর্বাদ ও অভিনন্দনের সাথে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, বই, কলম এবং কিছু অর্থ। অভিনন্দিত হয়ে আপ্লুত আসাদুল্লাহ আল গলিব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584