কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সালার স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা বিভিন্ন দাবি তে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন জমা দেন ৩ অগাস্ট। সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শিশির সর্দারের কাছে তাঁরা ডেপুটেশন জমা দিলেন।
আশা কর্মীদের প্রধান দাবি তাঁদের নির্দিষ্ট মাইনে কাজের সময়সীমা ও কাজে নিরাপত্তা দিতে হবে এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হবে। সালার স্বাস্থ্য কেন্দ্রের অধীনে প্রায় ১৫১ জন আশা কর্মী কাজ করেন । এই দিন প্রায় জনা ত্রিশ আশাকর্মী তাদের দাবি নিয়ে বুধবার সকালে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জমায়েত হয়ে ডেপুটেশন জমা দেন । সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শিশির সর্দার আশ্বাস দেন যে তাঁদের বিভিন্ন দাবি উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাঁর আশ্বাসে আশা কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584