সার্ভের কাজ করতে এসে জনরোষের কবলে এএসআই কর্মীরা

0
18

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কর্মীদের কাজে বাধা দিলেন গলসির বাহিরঘন্ন্যা গ্রামের কিছু বাসিন্দা। জানা যায়, এএসআই-এর পাঁচ জন কর্মী গ্রামের মোল্লাপাড়ায় গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মসজিদ ও ক্লাব সহ নানা জায়গার ছবি তুলছিলেন। গ্রামবাসীরা এই কাজ দেখে তাঁদের ঘিরে ধরেন।

ASI worker | newsfront.co
আধিকারিক। নিজস্ব চিত্র

বাসিন্দাদের দাবি, এনআরসি সংক্রান্ত কোনো কাজে এসেছেন কিনা, সেই সন্দেহ করা হয় এই কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সাবির আহমেদ। এমনকি যোগাযোগ করা হয় বিডিও অফিসেও।

আরও পড়ুনঃ গ্রাহকদের লক্ষ্মীলাভ,ব্যাঙ্ক অ‍্যাকাউন্টে ক্রমেই বাড়ছে টাকা

বিষয়টি নিয়ে বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এএসআই-এর তরফের সমীক্ষার কাজেই গ্রামে এসেছিলেন ওই কর্মীরা। প্রতি বছরই এমন সমীক্ষা হয়। বিডিও জানান বিষয়টি মিটে গিয়েছে”। যদিও সাবিরবাবু বলেন, “কর্মীদের কাছে উপযুক্ত প্রমাণপত্র না থাকায় গ্রামে একটি জনরোষের পরিবেশ সৃষ্টি হচ্ছিল। সেই পরিস্থিতিতে কর্মীদের নিয়ে তিনি বিডিও অফিসে গিয়েছিলেন।”

তবে বাসিন্দাদের একাংশ বলছেন, উপযুক্ত কাগজপত্র রাখা উচিত ছিল ওই আধিকারিকদের। তাহলে হয়ত এই ভুল বোঝাবুঝি হতো না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here