নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার দাবিতে বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন তুরতুরি এলাকার দুই নাগরিক। ওই দুই নাগরিকের নাম ভীম ছেত্রী এবং শৈলেন্দ্রনাথ নার্জিনারি ।
আলিপুরদুয়ার জেলার দু’নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অবস্থিত। জেলার দশটি চা বাগান নয়টি বনবস্তি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল।
এক সময় তুরতুরি স্বাস্থ্যকেন্দ্রে চব্বিশ ঘণ্টা পরিষেবা পাওয়া যেত।কিন্তু গত দশ বছর যাবৎ তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুধু বহির্বিভাগ চলছে। অন্তর্বিভাগ বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ছয় লক্ষাধিক লোক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ।
অপরদিকে বন্য পশুদের অত্যাচারে চা বাগান এলাকায় মানুষের দুর্ভোগ যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।তুরতুরি স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের দাবিতে গত ২০১৯ সালের জুলাই মাসের ১ তারিখ তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে অনশনে বসেছিলেন ।
সেই সময়ে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক লিখিত ভাবে জানিয়ে ছিলেন ছয় মাসের মধ্যে তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা করা হবে । কিন্তু আট মাস অতিক্রান্ত হয়ে গেল পরিষেবা এখনও চালু হয়নি। ফলে তারা ফের আন্দোলনের পথে নামবেন বলে হুশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ হকার উচ্ছেদের প্রতিবাদে আর পি এফ অফিসে ডেপুটেশন তৃণমূলের
এ প্রসঙ্গে ভীম বাবু জানান, “কুমারগ্রাম বিধানসভার বস্তি চা বাগান এবং গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় ৬ লক্ষ মানুষের জন্য ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাদের এই সিদ্ধান্তের কথা জেলাশাসক থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের লিখিত ভাবে জানানো হয়েছে”।
ইতিমধ্যেই তারা বস্তি এবং চা-বাগান গুলিতে ভোট বয়কট নিয়ে প্রচার শুরু করবেন বলেও জানান তাঁরা। অপরদিকে শৈলেন্দ্রনাথ নার্জিনারি বলেন, “আন্দোলনের রূপরেখা বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে ভোট বয়কট সহ আমরণ অনশনে বসবেন। তবে এই অনশনে শুধু ভীম ছেত্রী কিংবা শৈলেন্দ্রনাথ নয় প্রচুর মানুষ অংশগ্রহণ করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584