ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনা বাড়বাড়ন্তে আংশিক লকডাউন ঘোষণা করল অসম সরকার। আজ বুধবার শহরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় ১৫ দিনের জন্য সমস্ত অফিস, ধর্মীয় স্থান ও সাপ্তাহিক বাজার বন্ধ রাখার নির্দেশ দিল অসম সরকার। ১৩মে ভোর ৫টা থেকে জারি হবে এই নতুন বিধিনিষেধ।
অসম মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া জানিয়েছেন, ‘ সম্পূর্ন লকডাউন একটি বিকল্প, আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে এগিয়ে চলেছি।’বর্তমান কোভিড পরিস্থিতির ওপর বিচার করেই এই সিদ্ধান্ত। বিধিনিষেধাবলীতে বলা হয়েছে, সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে দুপুর একটার মধ্যে।
In view of rising COVID-19 cases, stricter restrictions to come into force w.e.f. 5 am on May 13 till further orders. All shops, eateries including dine-in to be allowed till 1 pm. Only home-delivery allowed after 1 pm. Weekly markets to remain shut for 15 days: Govt of Assam pic.twitter.com/C1M50fTSdw
— ANI (@ANI) May 12, 2021
সাপ্তাহিক বাজার বন্ধ থাকবে আগামী ১৫ দিন। হোটেল বা রেস্তোরাঁ খোলা থাকবে দুপুর ১টা পর্যন্ত তবে হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে। ই কমার্স সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি করবে, তবে মানতে হবে কোভিড প্রোটোকল।
আরও পড়ুনঃ করোনা বিপর্যয়ে ভারতকে ১১০ কোটি টাকা অনুদান টুইটারের
আগামী ১৫দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানও। ৩০শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহন চালু থাকবে। বিবাহ অথবা শ্রাদ্ধ অনুষ্ঠানে সর্বাধিক ১০জনই উপস্থিত থাকবে পারবে। হাসপাতাল, ওষুধ দোকানের ক্ষেত্রে লাগু হবে না এই বিধিনিষেধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584