‘অশুভনাশিনী’ রূপে শ্রাবন্তী এবং পায়েল

0
1017

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Mahisasurmardini | newsfront.co

মহালয়ার সঙ্গে বাঙালির একটা অদ্ভুত সেন্টিমেন্ট জড়িয়ে আছে। মহালয়া মানেই পুজো এসে গেছে। কেনাকাটার গতি আরও বাড়াতে হবে, যাকে যা দেওয়ার দিয়ে ফেলতে হবে, জামাকাপড় ফিটিংস করানোর থাকলে দেরি করা চলবে না। অবিলম্বে সেরে ফেলতে হবে। কারণ পুজো এসে গেছে।

Shrabanti | newsfront.co

মহালয়ায় ভোর চারটেয় চোখ খোলে না এমন বাঙালি কমই আছে সারা পৃথিবীতে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার পরই চোখ আটকে যায় টিভির পর্দায়। আর টিভিতে থাকে বিপুল আয়োজন।

 

Srabanti Chattarjee | newsfront.co

চলতি বছর মহালয়ায় কালারস বাংলার নিবেদন ‘অশুভনাশিনী’তে মা দুর্গারূপে দেখবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং পায়েল দে’কে।

Srabanti Chattarjee | newsfront.co

মহীষাসুরের চরিত্রে সুদীপ মুখার্জি। এছাড়াও আছেন প্রীতি বিশ্বাস, প্রিয়া পাল, শ্রেয়সী, দেবোত্তমা, তন্বী লাহা রায়, অদ্রিজা সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ আসছে ‘দুর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’

Mahalaya | newsfront.co

 

Payel Dey | newsfront.co

এবারের নিবেদনে রয়েছে রায়চৌধুরী পদবীধারী এক জমিদারবাড়ির গল্প। বিষয়টা চমক হিসেবেই থাক। ১৭ সেপ্টেম্বর ঠিক ভোর ৫ টায় দেখুন ‘অশুভনাশিনী’, কালারস বাংলা চ্যানেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here