রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণ,পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ,সেচের উন্নয়ন এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও সূচনা এবং নতুন প্রকল্পের শিলান্যাস করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোশারফ হোসেন,শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলাশাসক জগদিশ প্রসাদ মিনা,পুলিশ সুপার মুকেশ কুমার,জেলার বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে দুজন সাংসদ ও জেলার সমস্ত শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুনঃ বহরমপুরে কালিদাসের বাস মন্তব্য পরিবহন মন্ত্রীর
আজ শুভ উদ্বোধন এবং জনকল্যাণমূলক কাজের সূচনা যেগুলো হল- বহরমপুর -বেলডাঙা টু এবং লালগোলা ভাগীরথী নদীর ধারে ভাঙন রোধক প্রকল্প,গতিধারা প্রকল্পে ৫০ জনকে অনুদান,পরিবহন সুরক্ষায় একশো জনকে হেলমেট বিতরণ,জলধারা প্রকল্প পাঁচটি নতুন বোটের যাত্রারম্ভ,যাত্রী পরিবহনে বাসের পারমিট প্রদান,জঙ্গিপুর ময়নাগুড়ি পথে এন বি এস টি সি নতুন বাস যাত্রা,বহরমপুর এবং রানীনগর ব্লকে গভীর নলকূপের মাধ্যমে সেচের সম্প্রসারণ।
বেশ কিছু নতুন রাস্তা সংস্কারের প্রকল্প,এইরূপ প্রচুর প্রকল্পের শিলান্যাস এবং শুভ সূচনা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে ম্যাকেঞ্জী পার্কে এই অনুষ্ঠানের সূচনা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584