শিব শংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ-
দুটি ষাঁড়ের মারামারিতে একটি ষাঁড় শহরের হাইড্রেনে পড়ল। সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বিশ্বাস পাড়া এলাকায়। ঘটনায় ষাঁড়টি আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দমকলকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর ষাঁড়টিকে হাইড্রেন থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হাইড্রেনগুলি পরিস্কার করার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে হাইড্রেনের বিভিন্ন অংশের স্ল্যাবগুলি ভাঙ্গা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হাইড্রেনগুলি পরিস্কার করা হয়ে গেলেও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে হাইড্রেনের অনেক জায়গায় ড্রেন ঢাকবার জন্য স্ল্যাবগুলি লাগায়নি বালুরঘাট পৌরসভা। এদিন হাইড্রেনের উপর স্ল্যাবহীন সেই অংশ দিয়েই পড়ে ষাঁড়টি।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা শহর জুড়ে হাইড্রেনের বিভিন্ন স্ল্যাবহীন অংশ দিয়ে পড়ে গিয়ে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বালুরঘাট পৌরসভার ১৬নং ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল দাস বলেন, ” আমরা চাই গোটা বালুরঘাটে যত জায়গায় হাইড্রেনের স্ল্যাব ভাঙ্গা আছে সেগুলিকে পূজার আগে অবিলম্বে বন্ধ করুক বালুরঘাট পৌরসভা।” এর পাশাপাশি এই বিষয়ে বালুরঘাট পৌরসভার গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলার কুন্তল দাস। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ রাজেন শীল বালুরঘাট পৌরসভার গাফিলতির কথা অস্বীকার করে পাল্টা বলেন, ” ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল দাস বালুরঘাট পৌরসভার কাছে যতগুলি স্ল্যাব চেয়েছিল আমরা ততগুলি স্ল্যাবই তাকে দিয়েছি। এরপরেও যদি ঐ এলাকায় হাইড্রেনের স্ল্যাব না থাকে তাহলে সেটা ঐ কাউন্সিলারের ভুল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584