বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় বিজেপি নেতার ওপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে সোমবার মধ্য রাতে মাটিগাড়ায় উত্তম মণ্ডল নামে এক বিজেপি নেতার হোটেলে চড়াও তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী।এর পাশাপাশি অভিযোগ বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়।উত্তম মণ্ডলের বাড়িতেও হামলা চালানো হয়।এরপরেই এই ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
যদিও গোটা ঘটনা থানায় অভিযোগ দায়ের করেছে। তবে দোষীরা গ্রেফতার না হওয়ায় এদিন বিজেপি নেতা কর্মীরা মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এবং ওসির হাতে একটি স্মারকলিপি তুলে দেন।এদিন উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী।
আরও পড়ুনঃ প্রচারে বাধা,পুলিশের সাথে বচসা বিজেপি প্রার্থীর
এরপর তিনি বলেন যে,আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের যদি গ্রেফতার না হয় তাহলে মাটিগাড়া এলাকায় যদি কোন ঘটনা ঘটে তাহলে তার দায় পুলিশের হবে।বিজেপির কর্মীরা বসে বসে মার খাবে না।প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
অপরদিকে এই ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584