আক্রান্ত বিজেপি কর্মী,গোষ্ঠী কোন্দল বলে দায় এড়াল তৃণমূল

0
45

সুদীপ পাল,বর্ধমানঃ

ভোট হয়েছে।তা মিটেও গেছে।কিন্তু মেটেনি হিংসা। ভোট পরবর্তীতে তাই হিংসার রেশ দেখা যাচ্ছে বর্ধমান জেলা জুড়ে।বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে আউশগ্রামের বিভিন্ন এলাকায়।আউশগ্রামের আউশগ্রাম,সোমাইপুর,পাণ্ডুক ও এড়াল গ্রামে রাজনৈতিক হানাহানির ঘটনা ঘটছে।

Attack on bjp worker at burdwan
আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে বিজেপি প্রার্থী।নিজস্ব চিত্র

এড়াল গ্রামে হাজরা পাড়ায় দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।তৃণমূল কর্মীরা এর দায় নেয়নি। বিজেপির গোষ্ঠী কোন্দলে বিজেপি কর্মীরা নিজেরাই মারধর করেছে।মঙ্গলকোটের চানক গ্রাম পঞ্চায়েতের দশদিঘি গ্রামে চার বিজেপি সমর্থক আদিবাসীকে মারধর করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ আক্রান্ত দুই বিজেপি কর্মী,অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

গলসির বুদবুদে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন এক বিজেপি কর্মী।নতুন পল্লীর বাসিন্দা দেবাশিস দে নামে ঐ কর্মীর বাড়িতে যান
এলাকার বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here