পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ফের রক্তাক্ত চোপড়া। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এলাকা।রবিবার সাতসকালেই তৃণমূল কর্মীদের হাতে বিজেপি সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে জখম হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর ওই দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত দুজন হলেন মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ হাকিমুদ্দিন।চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হাঁসখালি এলাকার বাসিন্দা। দুজনের হাত এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
অভিযোগ,গত লোকসভা নির্বাচনে তারা বিজেপির হয়ে প্রচার চালায় এবং এতে ওই অঞ্চলে ভালো ফলাফল করে বিজেপি।এরজেরেই এদিন তাদের এক পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্ব তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং আক্রমণ করে বলে অভিযোগ।এর আগেও তারা নানান ভাবে হুঁশিয়ারি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী হামিদুল রহমান এদিন উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে মারধরের অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে
যদিও হামিদুল রহমান জানান,জমির দখল নিয়ে ওদের পারিবারিক বিবাদের জন্যই এই ঘটনা।এখানে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও ঘটনা ঘটেনি।এমনকি বিষয়টি রাজনৈতিকও নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584