মনিরুল হক,কোচবিহারঃ
বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধোর ও দোকান ভাঙচুর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃনমূল কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা গ্রামে৷আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে পরিবারের লোকজন উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান হয়।ওই ঘটনায় পরিবারের লোকজন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আহত ওই ব্যবসায়ীর নাম নিরঞ্জন বর্মণ(৪০)।তাঁর বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা গ্রামে।জানা গিয়েছে, এদিন নিরঞ্জন বর্মণ নামে ওই ব্যবসায়ী বাড়িতে ঢুকে তৃনমূল নেতৃত্ব সহ কিছু ক্লাব সদস্য তাকে হুমকি দেয়। বাড়ি থেকে টেনে বের করে নিয়ে মারধোর ও দোকান ভাঙচুর করে বলে অভিযোগ,তাকে একটি সাদা কাগজে সহি করানোর কথা বলে সে রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ৷
হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত নিরঞ্জন বর্মণ বলেন,”আমি পূজা দিতে ছিলাম সেই সময় কিছু লোকজন এসে আমাকে ডাকে।তারপরের আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটা সাদা কাগজে সহি করতে বলে আমি রাজি না হওয়ায় আমাকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। তারপর আমার দোকানটিকেও ভাঙচুর করে।” ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা লালুয়াতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584