শিরাকোলে নাড্ডার কনভয়ে হানা, চাঞ্চল্য

0
93

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার কর্মসূচিতে জে পি নাড্ডার যোগদান করার কথা। তার আগেই ঘটল তুলকালাম কাণ্ড। শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের তাণ্ডবে বারবার থমকায় নাড্ডার কনভয়। বিজেপি নেতা মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়ের গাড়িতে ভাঙচুর করা হয়।

JP Nadda's convoy | newsfront.co
টুইটারের স্ক্রিনশট

সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করা হয়। ভাঙা হয়েছে বাসের কাচ। একাধিক গাড়িতে হামলা চালানো হয়। ইট-পাথর ছোঁড়া হয়। লাঠি নিয়েও আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। হামলায় কয়েকজনের আঘাত লেগেছে বলে অভিযোগ।

হামলার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনকানুন নেই। এইভাবে সরকার চলছে। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের একাধিক নেতার চোট লেগেছে। ২০২১ সালে তৃণমূল সরকার ভেঙে দেব’। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘‘পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলার মানুষ এর জবাব দেবে’’।

আরও পড়ুনঃ নাড্ডার নিরাপত্তা নিয়ে শাহকে নালিশ দিলীপের

উল্লেখ্য, একুশের মহাযুদ্ধের আগে ফের রাজ্য সফরে এলেন জে পি নাড্ডা। ২ দিনের সফরের বুধবার বাংলায় পা রাখেন বিজেপি সভাপতি। হেস্টিংসে দলের দফতরের উদ্বোধন করতে যান তিনি। সেখানে পৌঁছোতেই নাড্ডার গাড়ির সামনে কালো পতাকা হাতে বিক্ষোভকারীদের দেখা যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here