মাথাভাঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে আক্রমণ

0
43

মনিরুল হক, কোচবিহারঃ

তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থিত নির্দল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বুধবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পরে তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

attack on tmc panchayat pradhan at mathavanga | newsfront.co
আক্রান্ত তৃণমূল প্রধান। নিজস্ব চিত্র

জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই তৃণমূল পঞ্চায়েত প্রধান অফিসে দলের কাজ করছিলেন, সেই সময় একদল বিজেপি সমর্থিত নির্দল দুষ্কৃতী অতর্কিতে দলীয় কার্যালয়ে ঢুকে তার উপর বাটাম লোহার রড ইত্যাদি দিয়ে আক্রমণ চালায়। পাশাপাশি ভেঙ্গে দেওয়া হয় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী বলে অভিযোগ করেন ওই তৃণমূল প্রধান।

এবিষয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জুলজালাল মিঞা অভিযোগ করে বলেন, সকালবেলায় আমি অফিসে বসেছিলাম। সেইসময় অতর্কিতে কয়েকজন দুষ্কৃতী এসে আমার উপর আক্রমণ করে। শুধু তাই নয় অফিসের কর্মচারী পঞ্চায়েত কর্মীকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি অফিসের কম্পিউটার সহ অন্যান্য সামগ্রীও ভেঙ্গে দেয় দুষ্কৃতকারীরা।

আরও পড়ুনঃ রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে কর্মীদের বিক্ষোভ

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ বর্মন বলেন,এই হামলার সাথে বিজেপির কোনভাবেই যুক্ত নয়, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ বিজেপি হিংসার রাজনীতি করে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here