নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
![Attack to the bjp supporter 2](https://newsfront.co/wp-content/uploads/2019/06/Attack-to-the-bjp-supporter-2-1024x558.jpg)
জায়গা ভরাট করতে মাটি ফেলাকে কেন্দ্র করে বিজেপি সমর্থিত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কসবা আসন্দা গ্রামে।মারধরের ঘটনায় আহত দুই মহিলা সহ মোট ছয়জন বিজেপি সমর্থক।জানা গিয়েছে গতকাল বিজেপি সমর্থিত সেক সারাজুল রহমান ট্রাক্টরের করে জায়গা ভরাট এর জন্য মাটি আনতে গেলে বাধা দেয় তৃণমূল সমর্থিত বেশ কয়েকজন।
![Attack to the bjp supporter](https://newsfront.co/wp-content/uploads/2019/06/Attack-to-the-bjp-supporter--1024x558.jpg)
![Attack to the bjp supporter](https://newsfront.co/wp-content/uploads/2019/06/Attack-to-the-bjp-supporter-5-1024x539.jpg)
এই ঘটনার প্রতিবাদ করলে আজ সকালে তাকে ঘিরে রড লাঠি বাঁশ দিয়ে আক্রমণ চালানো হয়।এলাকায় তৃণমূলের খারাপ ফল হওয়ায় এবং বিজেপিকে সমর্থন করার কারণে মারধর করা হয় বলে অভিযোগ আহতদের।আজ সকালে শেখ সারাজুল রহমান চা খেয়ে বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়।অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে।
আরও পড়ুনঃ বিজেপি সমর্থক ছাত্রকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে
রড লাঠি বাঁশ নিয়ে কাদের উপর আক্রমণ চালায় তৃণমূল। বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।মাথায় ও হাতে গুরুতর চোট রয়েছে শেখ সারাজুলের।গুরুতর আহত অবস্থায় তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।ঘটনার পর এলাকায় আসে পুলিশ।বর্তমানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন আছে সেখানে।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দোষীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584