করোনা যোদ্ধার পরিবারের উপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

0
32

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক সৈকত বসু। করোনার সময় নিজের জীবনকে বাজি রেখে তিনি অন্যের জীবনের চিকিৎসা করে যাচ্ছেন। কিন্তু চলতি মাসের গত সপ্তাহে তিনি তার বাড়িতে যান। তিনি বাড়ি থেকে চলে আসার পর বেশ কয়েকজন প্রতিবেশী তার পরিবারের দাদা-বৌদির উপর হামলা চালায়। এরপর তিনি ও তার পরিবারের লোকজন বেহালা সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Rally | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগের ভিত্তিতে সরশুনা থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে, তারপর তারা জামিন পায়। কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চন্ডী দৌলতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিধায়ক দিলীপ মণ্ডল ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সৈকত বসু সহ অনেকেই।

আরও পড়ুনঃ রাজ্য ইউজিসি গাইডলাইন মানতে নারাজ থাকলেও বিদ্রোহ বিশ্বভারতী কর্তৃপক্ষের, ঘোষিত পরীক্ষা

সৈকত বাবু বলেন যে, করোনার সঙ্গে যারা যুদ্ধ করছে তাদের পাড়া-প্রতিবেশীদেরকে সচেতন করা দরকার। করোনা যোদ্ধারা, যেমন চিকিৎসকেরা, পুলিশরা, সাংবাদিকেরা ,পাশাপাশি আরও যারা এই সমস্ত সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন প্রতিবেশীদের আরও এই সম্বন্ধে সচেতন করতে হবে, না হলে এই সমস্ত যোদ্ধাদের ধীরে ধীরে মনোবল ভেঙে যাবে । সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here