ট্রেনের দাবিতে ডেপুটেশন কালিয়াগঞ্জে

0
40

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

deputation at kaliaganj 2 | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির পক্ষ থেকে রাধিকাপুর-কলকাতা সকালের জন্য একটি এক্সপ্রেস ট্রেনের জন্য কালিয়াগঞ্জ স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশনে মাধ্যমে রেল মন্ত্রীর কাছে একটি স্মারক লিপি দেওয়া হয়।

কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার স্মারক লিপিটি গ্রহণ করেন এবং রেল মন্ত্রীর কাছে তা পাঠিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

deputation at kaliaganj | newsfront.co
নিজস্ব চিত্র

অপর দিকে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি আর একটি স্মারক লিপি স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম কাটিহারের কাছে জানান অবিলম্বে রাধিকাপুর-শিলিগুড়ি ডিএমইউ ট্রেন কোনদিনের জন্য পায় পরিষ্কার থাকেনা।যাত্রীরা ট্রেনে দুর্গন্ধের জন্য বসে থাকতে পারেনা।অবিলম্বে রেল দপ্তর রেল যাত্রীদের পরিষেবা যদি না দিতে পারে তাহলে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে সংস্থা সভাপতি কানাই শেঠ জানান।

আরও পড়ুনঃ লরির ধাক্কায় মৃত বাইক আরোহী মহিলা, ক্ষুব্ধ স্থানীয়দের বিক্ষোভ

রবিবারের ডেপুটেশনে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সন্দীপ ধর,চিন্ময় দেবগুপ্ত,অমলেন্দু দাশগুপ্ত,অনিল দেবশর্মা,প্রকাশ কুন্ডু, উৎপল সেন,ভূষণ সূত্রধর,তাঁরা প্রসাদ ও নরেন্দ্র নাথ দাস।ডেপুটেশনকে কেন্দ্র।করে রেলের পুলিশ দপ্তর ডালখোলা থেকে প্রচুর।

এই ডেপুটেশন ঘিরে পুলিশী উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here