ডাক্তার থেকে কর্মী আক্রান্ত, পরিষেবা ব্যাহত কালনা মহকুমা হাসপাতালে

0
47

শ্যামল রায়,কালনাঃ

সপ্তাহ খানেক আগে কালনা মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো একটা চাপা উত্তেজনা ও পরিষেবা ব্যাহত বলে অভিযোগ উঠেছে।
রবিবার জানা গিয়েছে যে হাসপাতালের মৃত রোগীর পরিবারের লোকজনরা হাসপাতাল রক্ষীকে মারধর করার ফলে ঘটনা অন্য দিকে মোড় নিয়েছে।
হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে, হাসপাতলে যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তারা অন্যায় করছে পরপর বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে এর ফলে সাধারণ রোগীদের পরিষেবা ঘাটতি ঘটে বলে তিনি মনে করছেন।তবে তিনি জানিয়েছেন সমস্ত ঘটনায় পুলিশকে জানানো হয়েছে।
এখানে উল্লেখ যে, সপ্তাহ খানেক আগে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে। ওই ঘটনার পর চিকিৎসককে মারধর করা হয়।চিকিৎসককে মারধর করার ফলে হাসপাতালে সমস্ত চিকিৎসকরা ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদে সরব হন কর্মী থেকে শুরু করে হাসপাতালের নার্সরাও। তার রেশ কাটতে না কাটতেই দু’দিন আগে হাসপাতালে এক রক্ষীকে মারধর করে ওই মৃত পরিবারের লোকজন এমনটাই অভিযোগ।আর তার ফলেই চাপা ক্ষোভ এবং স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটছে হাসপাতলে।হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই রবিবার জানিয়েছেন যে হাসপাতালে শান্তি এবং স্বাস্থ্য পরিষেবায় যাতে বিঘ্ন না ঘটে তার জন্য তিনি নিরাপত্তারক্ষী আরো কঠোর করেছেন।
তিনি জানিয়েছেন বহিরাগতরা যাতে হাসপাতালে ঢুকতে না পারেন সেই ব্যাপারে কঠোর নিয়ম নির্দেশ জারি করা হয়েছে।
সুপার জানিয়েছেন যে ইতিমধ্যে কালনা মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরিষেবা অনেকটাই ফিরে এসেছে কিন্তু সাম্প্রতিককালে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তিনি নিজেও অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছেন।তাই স্বাস্থ্যপরিষেবা নিয়ে কোনো রকম আইন বিরুদ্ধ কাজ তিনি মেনে নেবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে এদিন। তবে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা যাতে নিয়মিত ঠিকঠাক বজায় থাকে তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থেকে সুপার নিজে সামাল দিচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন এ দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here