নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভগবানের কাছে বৃষ্টির প্রার্থনায় কৃষকেরা শুরু করেছেন ব্যাঙের পুজো। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বর্ষার ধান চাষের জন্য জল সংকট ।
আষাঢ় মাসের প্রথম থেকেই বর্ষার ধান রুয়ার চাষ শুরু করেন কৃষকেরা। আষাঢ় মাস সেষ হয়ে গেছে কিন্তু এখনো সেই ভাবে বর্ষার চাষের জন্য বৃষ্টির দেখা নেই।আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন ধান চাষিরা।
আরও পড়ুনঃ বিয়ের আগে নাগ দেবীর পুজো দেওয়ার রীতি গ্রামে
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বেলাদণ্ড গ্রামে বুধবার সন্ধ্যায় শিব মন্দিরের সামনে শুরু বসেছিল ব্যাঙ পুজোর অাসর।
তিনটি কোলা ব্যাংঙ ধরে তাদের পুজো করে একটি গর্ত তৈরি করে তার মধ্যে জল ঢেলে বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে আছেন কৃষকেরা। কৃষকদের দাবি কয়েক বছর আগে এই ভাবেই ব্যাংক পুজো করার পর শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি তাই এ বছরও বৃষ্টির আশায় ঢাক বাজিয়ে ঘটা করে ব্যাংঙ পুজো করলেন বেলাডণ্ড গ্রামের কৃষকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584