নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পুজোর আগেই ফাস্টফুড সেন্টারের খাবারের গুণমান পরীক্ষা করতে বেরিয়ে ফাস্টফুড সেন্টারের কর্মচারীর হাতে আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর ।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে জেলা ফুড দফতরের তরফ থেকে হানা দিলেন জেলার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
পুজোর আগে ফাস্টফুড সেন্টারগুলো যাতে গুণমান ঠিক রেখে খাদ্যদ্রব্য সরবরাহ করে তার জন্য পর্যবেক্ষণ চালানো হয় বলে জানান ফুড দফতরের আধিকারিক মিনু কুন্ডু। মেচেদায় এক ফাস্ট ফুড সেন্টারে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের ৷ ওই সেন্টারের ফ্রিজ থেকে বের করা হয় একের পর এক এক্সপায়ার হয়ে যাওয়া দ্রব্য যেগুলি ব্যবহার করা হচ্ছিল খাবারে বলে অভিযোগ করা হয় ।
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা তৃণমূলের
এ বিষয়ে ফুড দফতরের আধিকারিকদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে ওই ফাস্টফুড সেন্টারের কর্মচারীরা। এরপর ফাস্টফুড সেন্টার থেকে বের হতেই পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ইন্সপেক্টার কে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয় । এরপর ফুড দফতর এবং এনফোর্সমেন্ট ইন্সপেক্টার কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুনঃ প্রতিহিংসামূলক সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের! মত প্রাক্তনীদের
এরপর কোলাঘাট একটি হোটেলে হানা দেন জেলা ফুড দফতর। এই হোটেলের ফ্রিজ থেকে বিনা লাইসেন্সের বিলেতি মদ উদ্ধার করা হয় । সেই মদও বাজেয়াপ্ত করা হয় জেলা ফুড দফতরের তরফ থেকে । এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584