ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগের তীর বিজেপি সাংসদের দিকে

0
46

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ

ভাটপাড়ায় ফের প্রকাশ্যে তৃণমূলকর্মীকে গুলি করে চম্পট দিল দুই দুষ্কৃতি। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়। জানা গেছে, তৃণমূল কর্মী ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়ার মাথা লক্ষ্য করে গুলি করে দুই দুষ্কৃতী। স্থানীয়রা জানিয়েছেন, মুখ ঢাকা ওই দু’জন মোটর সাইকেলে চেপে এসেছিল।

Shot down | newsfront.co
প্রতীকী চিত্র

কয়েক রাউন্ড গুলি চালিয়েই তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রথমে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হতেই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল কর্মী।

সম্প্রতি ওই তৃণমূল কর্মী বিজেপি ছেড়়ে তৃণমূলে যোগ দিয়েছে। সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠও ছিলেন তিনি। অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি বিজেপিতে গেলেও ফের পুরনো দলে ফিরে আসেন। তাই শাসকদলের অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের লোকেরাই ধর্মেন্দ্রকে গুলি করেছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

আরও পড়ুনঃ বিধায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে থানায় বিক্ষোভ বিজেপির

এদিন খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুনের লোকজনই ধরুয়াকে গুলি করেছে। অর্জুন নিজে ২০০ লোককে খুন করেছে। ওর গায়ে রক্তের দাগ। সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিজেপির ছাতার তলায় গিয়ে অর্জুনের রক্ষা হবে না।”

আরও পড়ুনঃ কুপন না পেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

অন্যদিকে, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “আমি যতদূর জানি ধর্মেন্দ্র সিং দুটো মার্ডার কেসের আসামী। ওঁর এলাকার কাউন্সিলরের সঙ্গেও ধরুয়ার অশান্তি হয় শুনেছি। এইসব নিয়ে বচসা ওই দলের লোকেদের নিজেদের মধ্যেই হয়। আমার না বললেও বাংলার মানুষ জানে কাদের মধ্যে তোলাবাজি নিয়ে গণ্ডগোল খুনোখুনি হয়। টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের জন্যই এই ঘটনা ঘটেছে।” তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here