নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পরিবারের লোকেরা মেনে না নেওয়ায় প্রেমিকার গলা কেটে নিজেও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা প্রেমিক।মঙ্গলবার রাতে গাজোল থানার চম্পা দিঘি এলাকায় ঘটনাটি ঘটেছে।আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক যুগল বতমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে,মেয়েটির নাম রত্না মন্ডল, মেয়েটি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণী ছাত্রী।অন্যদিকে প্রেমে প্রত্যাখিত যুবকের নাম দীপঙ্কর বিশ্বাস। বাড়ি গাজোলের ময়নার চম্পাদিঘী এলাকায়। মঙ্গলবার রাতে প্রেমিকাকে আক্রমণ করার পর নিজে গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক।খবর পেয়ে সাধারণ মানুষ ও গাজোল থানার পুলিশ তাদের গলা কাটা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে গাজোল গ্রামীণ হাসপাতালে। দুই জনের অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে জানা যায় প্রায় সাত আট মাস প্রেম ছিল মেয়েটির সাথে।মাস খানেক আগে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ছেলেটি। গাজোল থানায় একটি মিসিং ডাইরি করা হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে। দিন কয়েক আগে মেয়েটি পালিয়ে আসে বাড়িতে। এদিন সন্ধ্যায় মেয়েটি বাড়ির বারান্দায় বসেছিল।
সেই সময় ছেলেটি ব্লেড দিয়ে গলার ওপর আক্রমণ করে পালিয়ে যায়।যদিও মেয়ের পরিবারের পক্ষ থেকে আসা সকল অভিযোগ অস্বীকার করে নিয়েছে যুবকের পরিবার। বরং পালটা অভিযোগ করে যুবকের পরিবারের লোকেরা জানায় সবকিছু মেয়েটির জন্যই হয়েছে। মেয়েটি প্রায় দেড় বছর ধরে তার ছেলের সাথেই দিল্লিতে থাকত। তার ছেলে দিল্লিতে কেবল লাইনের কাজ করে। যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত গাজোল থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584