নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত চার বছর আগে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার করঙগাপোতা গ্রামে পূর্ণ ঘোষ নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন।

জানা গেছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিপদের সময় দাদা বৌদিরা কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছিল তাকে। এই ঘটনায় মৃত ব্যক্তির দুই দাদা, দুই বৌদি সহ এক ভাইঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত।

আনন্দপুর থানার অন্তর্গত করঙ্গাপোতা গ্রামের বাসিন্দা পূর্ণ ঘোষ এর সঙ্গে দুই দাদা আনন্দ মোহন ঘোষ এবং নন্দ দুলাল ঘোষ এর জমিজমাসংক্রান্ত বিবাদ ছিল। সেই গন্ডগোলের জেরে ২০১৬ সালের ২৮ নভেম্বর দুপুরে তুমুল হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল বাড়ির সামনে। ঐদিন পূর্ণ বাবুর ছেলে স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। হাতাহাতি থেকে পূর্ণ বাবুকে কুড়ুল দিয়ে নাকি কুপিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পূর্ণ ঘোষের।
আরও পড়ুনঃ দলীয় রশিদে তোলা বাজি, গ্রেফতার দুই বিজেপি কর্মী
ঘটনার তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ পূর্ণ ঘোষের দুই দাদা, তাদের দুই স্ত্রী-সহ জড়িত থাকা এক ভাইঝি সমাপ্তি ঘোষকে গ্রেপ্তার করেছিল। মেদিনীপুর আদালতে সেই মামলা চলছিল। মঙ্গলবার বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। বুধবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক।
সরকারি পক্ষের আইনজীবী দেবাশীষ মাইতি বলেন,” ধৃতদের খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার সঙ্গে সঙ্গে, দশ হাজার টাকা আর্থিক জরিমানাও ঘোষণা করেছেন বিচারক”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584