হরষিত সিং, মালদহঃ
বিবাহ বিচ্ছেদ নিয়ে বিবাদকে কেন্দ্র করে শ্যালককের গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে।রবিবার গভীর রাতে মালদহের রতুয়া থানার ভাদো পঞ্চায়েতের ছোট বটতলা গ্রামে।আশঙ্খাজনক আবস্থায় জখম শ্যালক বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহতর পরিবারের লোকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত শ্যালকের নাম, মুজাস্সার হোসেন(১৮) সে পেশায় ভিন রাজ্যের শ্রমিক।অভিযুক্ত জামাইবাবু আইনুল হক।জানা গিয়েছে, মুজাস্সার হোসেনের এক দিদির সাথে বিয়ে হয় আইনুল হকের।গত কয়েক মাস ধরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়।এই কারণে মুজাসসার হোসেনের দিদি বিবাহ বিচ্ছেদ করেন।অভিযোগ,বিবাহ বিচ্ছেদের পর অভিযুক্ত জোর করে তার দিদিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।এই ঘটনায় বাধা দেয় মুজাস্সার।আর সেই বদলা নিতেই বাড়িতে ঢুকে মুজাস্সারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে জামাইবাবু আইনুল হকের বিরুদ্ধে।রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।অভিযোগ পেয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রতুয়া থানার পুলিশ।তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তর একটি সাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করেছে।
আরও পড়ুনঃ প্রতিমা বিসর্জনে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584