উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল খাস কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনায়, বৃদ্ধার মেয়ে-জামাই ইতিমধ্যে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস।জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার তালবাগান মোড়ে কেওড়াপুকুরে একটি বাড়িতে ভাড়া থাকেন বছর পঁচাত্তরের এই বৃদ্ধা।
গোটা বাড়িতে একাই থাকেন তিনি। গত পরশু রাতে ঘটনাটি ঘটে।অভিযোগ, মঙ্গলবার রাতে এক যুবক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়ে। এরপর বেধড়ক মারধর করে তাঁকে, ছিনতাইও করে। পাশাপাশি এই বৃদ্ধাকে ওই যুবক ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ কুকীর্তি ফাঁস যোগী রাজ্যে, থানার মধ্যেই সেক্স র্যাকেট
ঘটনার পর থেকেই আতঙ্কিত বৃদ্ধা সহ গোটা এলাকার বাসিন্দারা। ক্ষিপ্ত হয়ে রয়েছে এলাকাবাসী।এই ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৭৯ ও ৫১১ ধারায় মামলা দায়ের হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584