হলদিয়া মেলায় বিশিষ্ট ব্যক্তি-সহ তারকাদের জমাটি উপস্থিতি

0
59

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধনে ধুমধাম করে তারকা সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেলা। শুক্রবার রাতে হলদিয়ার রানীচক অঞ্চলের সংহতি ময়দানে এই মেলার সূচনা করেন রাজ্যের পরিবহণ, জলসম্পদ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রদীপ প্রজ্জ্বোলন। নিজস্ব চিত্র

এদিন ধামসা-মাদলের তালে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ এরপর মূল অনুষ্ঠান শুরু হয় লোকনৃত্যের সাথে। মেলা উদ্বোধন উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা ও প্রাক্তন ক্রিকেটার কপিল দেব নিখঞ্জ। তাঁদের দেখতে মেলা প্রাঙ্গণে ছিল অনুরাগীদের ব্যাপক ভিড়।

ভক্তদের ভিড়। নিজস্ব চিত্র

এদিন মনীষা, কপিল দেব ছাড়াও মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলাশাসক পার্থ ঘোষ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ ভি সোলেমান নেসাকুমার, জেলা পুলিশ আধিকারিক ইন্দ্রানী মুখোপাধ্যায়, প্রমুখ ব্যক্তি।

বক্তা শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই হলদিয়া মেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আসরে উপস্থিত থাকবেন মুম্বই ও কলকাতার বিশিষ্ট শিল্পীরা। সেই সঙ্গে প্রতিদিনই বিভিন্ন সেমিনার, আলোচনাসভা ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।

ঢাকিদের সারি। নিজস্ব চিত্র

মেলার উৎকর্ষতা বাড়াতে আয়োজিত হয়েছে কৃষি-পুষ্প এবং বিভিন্ন জীবজন্তুর প্রদর্শনী। এবারের মেলায় রয়েছে ৫০০ টি স্টল। প্রথম দিনই মেলায় দর্শকের ভিড় ছিল নজরকাড়া। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে হলদিয়ায় শিল্পের অগ্রগতির বিষয়ে আলোকপাত করেন। আগামী দিনে হলদিয়া শিল্পাঞ্চলে আরও একাধিক বিনিয়োগ হবে বলেও আশ্বাস দেন তিনি। সেইসাথে এদিন বাংলার আবেগে ভাসলেন মনীষা, কপিল সকলেই।

মেলায় থাকছে তিনটি মূল মঞ্চ। মূল সাংস্কৃতিক মঞ্চ, শিশু ও বিজ্ঞান মঞ্চ এবং বাংলার হারিয়ে যাওয়া যাত্রামঞ্চ। মেলার মধ্যে নানা রকম মনোহর দোকান থাকছে৷ মেলার মূল, সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে উপস্থিত থাকবেন তুলসী কুমার, বি.পরাক, পাপন, কুমার শানু, হানি সিং-সহ এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্ররা।

এছাড়াও যাত্রামঞ্চ ও শিশু মঞ্চে থাকছে প্রত্যেকদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার দিনগুলিতে কোনওরকম দুর্ঘটনা এড়াতে দমকল-সহ নিরাপত্তা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার প্রস্তুতি পরিদর্শনে এসে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক জানান, এ বছর মেলার পরিধি বৃদ্ধির সাথে সাথে মেলায় আগত মানুষদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই সকলের সুবিধার্থে মেলা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে শৌচাগার-সহ যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here