আগষ্ট বিপ্লব স্মরণ ফালাকাটায়

0
119

মনিরুল হক, কোচবিহারঃ

৯ অগাস্ট ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে ‘কোম্পানি রাজ নয়-জনগণের ভারতবর্ষ চাই’ হিসেবে পালন করছে সারাভারত ফরওয়ার্ড ব্লক। রবিবার থেকে প্রতিবাদ সপ্তাহ হিসেবে দিনহাটা মহকুমা জুড়ে শালমারা, নাজিরহাট, পেটলা, দিনহাটা পাঁচ মাথা, বালিকা বন্দর, সাহেবগঞ্জ, বামনহাট, নয়ারহাট, নবাবের হাট, প্রান্তিক বাজার সহ বিভিন্ন এলাকায় ৯ ই আগস্ট বিপ্লব স্মরণ এবং বিক্ষোভ সভা করা হয়।

announced | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই প্রতিবাদ সপ্তাহ পালনে অংশগ্রহণ করেন সারাভারত ফরওয়ার্ড ব্লক ও সারাভারত যুবলীগ এবং তাদের সমর্থিত কৃষক-ক্ষেত মজুর সংগঠনগুলি। তাদের যৌথ উদ্যোগে সুসজ্জিত প্রচার গাড়ি নিয়ে অংশ গ্রহণ করা হয় ৷ বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব-সহ অন্যান্য শর্ত মেনে মিছিল বের করে তারা ।
জানা গেছে, এদিনের কর্মসূচিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিরক্ষা,কোলিয়ারি শিল্প, রেল, বিএসএনএল, ইস্পাত, বিমান-সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রয়ত্ত ক্ষেত্র গুলি বেসরকারিকরণ করে দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

car | newsfront.co
নিজস্ব চিত্র

এর বিরুদ্ধে দেশ জুড়ে সারাভারত ফরওয়ার্ড ব্লক তথা বিভিন্ন বাম সংগঠন গুলি তীব্র গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন সারাভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল রউফ।
তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা কমঃ আজগর আলী, কমঃ বিকাশ মন্ডল, কমঃ মনীন্দ্র নাথ বর্মন, কমঃ অমিত মিত্র, কমঃ রৌশন হাবিব, কমঃ মক্তেদার রহমান সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

এদিন এবিষয়ে সারাভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল রউফ বলেন,’বর্তমান করোনা পরিস্থিতিতে যখন দেশের ৪০ কোটি মানুষ কর্মহীন, তখন কেন্দ্রের মোদী সরকার একের পর এক প্রতিরক্ষা, কোলিয়ারি শিল্প, রেল, বিএসএনএল, ইস্পাত,বিমান-সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রয়ত্ত ক্ষেত্র গুলি বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ স্বরূপ দেশ জুড়ে এক সপ্তাহ ব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে।

রবিবার দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় যুব ও কৃষক-ক্ষেতমজুর সংগঠন গুলি ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনটিতে ‘কোম্পানি রাজ নয়-জনগণের ভারতবর্ষ চাই’হিসেবে পালন করছি।’ রাষ্ট্রয়ত্ত সংস্থা বেসরকারিণের বিরুদ্ধে দেশ জুড়ে বামেরা লাগাতার আন্দোলন কর্মসূচি আগামী কাল থেকে শুরু হবে বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here