ওয়েবডেস্ক
১০ উইকেটের বড় জয় দিয়েই অ্যাশেজ সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। ১৯৯০-৯১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে ইংল্যান্ড ১০ উইকেটে হারল।
জয়ের জন্য দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ১৭০ রান। ওপেনিং জুটিতেই ওয়ার্নার-ব্যাঙ্ক্রোফট ১১৪ রান তুলে রবিবার দ্বিতীয় দিনশেষ করেন। বাকি কাজটা আজ সোমবার ভোরে শেষ করেন। ওয়ার্নার ৮৭ ও ব্যাঙ্ক্রোফট ৮২ রান করে অপরাজিত থেকে যান।
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০২ ও অস্ট্রেলিয়া ৩২৮ রান করে। এরপর রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যমাত্রা ছিল।
লজ্জাজনক হারের পর অসন্তুষ্ট ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, আমরা এই ম্যাচে হেরে যাওয়ায় অত্যন্ত হতাশ। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জয়ের জন্য আমরা এখানে এসেছিলাম। প্রথম তিনদিন আমরা ছিলাম দুর্দান্ত। কিন্তু শেষটা হতাশাজনক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584