গহনা-টাকা ভর্তি ব্যাগ প্রাপকের কাছে ফেরাল অটো ড্রাইভার

0
78

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

মানবিকতার নজির গড়লেন অটো ড্রাইভার। যাত্রীর ফেলে যাওয়া সোনার গহনা টাকা ফেরত দিয়ে প্রশাসনের কাছ থেকে পেলেন ৫০০ টাকা পুরস্কার। তাতেই খুশি তিনি।

Auto driver made a mark on humanity
আব্দুল সামাদ মোল্লা,অটো ড্রাইভার।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে গতকাল দষ্ণিন ২৪ পরগণার মহেশতলা থানা এলাকার দুই মহিলা যাত্রী মেটিয়াব্রুজ থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। পথে চুরির ভয়ে নিজেদের গহনা খুলে ব্যাগে ভরে নেন।মেটিয়াব্রুজ থেকে নুঙ্গি স্টেশনে নেমে অটো ধরেন।সেখান থেকে আটোতে এসে নামেন মহেশতলা থানার অন্তর্গত চন্দননগরে ভুলে ফেলে যান টাকা গহনা ভর্তি ব্যাগ।কিছুটা দূরে খেয়াল হলে তারা মহেশতলা থানায় বিষয়টি জানান।

Auto driver made a mark on humanity
সুরাইয়া খাতুন, ব্যাগের প্রাপক।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লায়ন্স ক্লাব, রেডক্রস সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ

অপরদিকে বজবজ থানার অন্তর্গত ১২নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল সামাদ মোল্লা ব্যাগটি নিয়ে দিশেহারা হয়ে পড়েন।তিনি ব্যাগের প্রাপক যাত্রীদের খুঁজে না পেয়ে বিষয়টি তাঁর স্থানীয় প্রধানকে জানান।প্রধানের পরামর্শে এবং উদ্যোগে বজবজ থানায় বিষয়টি জানানো হয়। পরে বজবজ থানার পক্ষ থেকে মহেশতলা থানায় যোগাযোগ করে জানা যায় ব্যাগটির মালিক চন্দননগরের বাসিন্দা সুরাইয়া খাতুন।

Auto driver made a mark on humanity
নিজস্ব চিত্র

আজ সকাল সাড়ে দশটার সময় বজবজ থানার পুলিশ ব্যাগের প্রাপক সুরাইয়া খাতুনের হাতে তার ব্যাগটি তুলে দেন।বজবজ থানার পক্ষ থেকে অটো ড্রাইভারকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হয়।এই ধরনের সততার পরিচয় আব্দুল সামাদ মোল্লা এর পূর্বেও দিয়েছেন বলে অভিমত স্থানীয়দের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here