নিয়ম ভেঙেই অটোয় তোলা হচ্ছে যাত্রী, ভাড়াও দ্বিগুন

0
48

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দী করে রেখেছেন অটো চালকরা তা জেলায় ঘুরলেই পরিষ্কার। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী একেবারে গায়ে গায়ে ঠেসে বসে আছেন।

passengers | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি নিয়ম বিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না উল্টে এই তিন চাকার যানে এক লপ্তে ভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ। কোথাও বা তারও বেশি। ফলে রাস্তায় বেরিয়ে অটো ধরতে গিয়ে একদিকে যেমন পকেট ফাঁকা হচ্ছে আমআদমির তেমনি গায়ে গায়ে বসে শুরু হয়েছে ঝুঁকির যাত্রা। অটোচালকদের দাবি, যাত্রী বিশেষ হচ্ছে না।

auto line | newsfront.co
নিজস্ব চিত্র

তাই বাধ্য হয়েই দ্বিগুন ভাড়া নিতে হচ্ছে। গড়িয়া অটোতে যাবার জন্য বারুইপুর রেল গেটে প্যাসেঞ্জারের লাইন।
অনেকে সকাল সাড়ে আটটা থেকে লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে। লাইনে কোন সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই।

আরও পড়ুনঃ আলুয়াবাড়ি রেল স্টেশনে নামলেন ভিনরাজ্য ফেরত প্রায় পাঁচশো শ্রমিক

Auto | newsfront.co
নিজস্ব চিত্র

বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত অটো ভাড়া যাত্রী পিছু ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুজনের জায়গায় তিনজন করেও অটোতে করে নিয়ে যাচ্ছে যাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here