বালুরঘাটে হয়রানির প্রতিবাদে অটোচালকদের ডেপুটেশন

0
63

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

পুজোর মরসুমে অটো চালকদের ধরপাকড় রুখতে এবার জেলা পরিবহন দফতরের সামনে বিক্ষোভ দেখাল অটো চালক সমিতির সদস্যরা। পাশাপাশি আরটিও( রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস)-র অফিসারের নিকট তাদের দাবি দাওয়া পেশ করে ধরপাকড় রোখার আবেদন জানালো দক্ষিন দিনাজপুর অটো চালক সমিতি।

people | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

তাদের দাবি চাকরি বাকরি না পেয়ে অটো চালিয়ে কোনরকমে সংসার চালিয়ে আসছেন তারা । এমনিতেই করোনা অতিমারির জন্য চলা লকডাউনে তারা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । তার উপর যদি এভাবে পুজোর মুখে জেলা পরিবহন দফতর ধরপাকড় চালায় তবে তারা কি ভাবে পরিবার নিয়ে বেঁচে বর্তে থাকবেন।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলের রাস্তায় এই অটো গুলি চলাচল করে। এর মধ্যে বেশ কিছু লাইসেন্স প্রাপ্ত অটোও যেমন রয়েছে তেমনি লাইসেন্সবিহীন অটোও রাস্তায় চলাচল করে। বেশ কিছু দিন ধরে সেই সব অটোকে ধরবার জন্য জেলা পরিবহন দফতরের পক্ষ থেকে অভিযানে নামা হয়েছিল। তাতেই বেকায়দায় পড়ে অটো চালকরা।

আরও পড়ুনঃ আগে দলদাস ছিল এখন ক্রীতদাস হয়েছে, পুলিশের উদ্দেশ্যে দিলীপ উবাচ

পাশাপাশি সরকারি নির্দেশ মত যাতে জেলার এক ব্লকের অটো অন্য ব্লকে না চলাচল করতে পারে তার জন্য অটোর রঙ হলুদ ও সবুজ রঙে বেধে দেওয়া হয়েছিল ৷যাতে এক ব্লক থেকে অন্য ব্লকের রাস্তায় অটোগুলো চলাচল করলে অনায়াসে তা পরিবহন দফতর ধরতে পারে৷পুজোর মুখে এসব হয়রানির হাত থেকে বাঁচতে ও পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরে থাকার জন্য আজ তারা জেলা পরিবহন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় ।

পাশাপাশি আরটিও অফিসারের র কাছে তাদের ডেপুটেশন পেশ করে তাঁকে অনুরোধ করাহয়, যেন তিনি অটো চালকদের মুখের দিকে তাকিয়ে এই ধরপাকড় কালি পুজো অবধি বন্ধ রাখেন ৷জানাগেছে অটো চালকদের আবেদনে সম্মতি প্রদান করে ধর পাকড় করা বন্ধ রাখবেন বলে জানান অফিসার ৷

আরও পড়ুনঃ মেদিনীপুরে স্বাস্থ্যসাথী সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন

অটো চালকরা আরও জানান যে তারাও চেষ্টা করবেন সরকারি নির্দেশ মেনে বৈধ্য কাগজপত্র ও গাড়ির রঙ পাল্টে নিজেদের এই পেশায় নিয়োজিত রাখতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here