নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
পুজোয় এবার নতুন রূপে দেখা যাবে অভিনন্দন সরকারকে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে পুজোর নতুন অ্যালবাম ‘পুজো এলো’, সেখানেই মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনন্দনকে। এখন প্রশ্ন হল, কে এই অভিনন্দন? এর উত্তর পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে।
২০২০ সালে জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘দুর্গা সপ্তশতী সম্ভবামী যুগে যুগে’র অসুররাজ মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনন্দন সরকার। সেইসময় তাঁর সাজগোজ পছন্দ হয়নি দর্শকের। যাঁর কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছিলেন অভিনন্দন। এমনকী তাঁকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গেও তুলনা করেছিল নেটিজেনরা। এরপর অভিনন্দনকে আমরা জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’তে শিবের চরিত্রেও দেখেছিলাম। এবছর সেই অভিনেতাকেই দেখা যাবে অন্যরূপে।
পুজোর নতুন অ্যালবাম ‘পুজো এলো’-য় মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনন্দনকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন পাপিয়া। এই অ্যালবামটিতে গান গেয়েছেন পারমিতা বন্দ্যোপাধ্যায় বরাট, স্বাগতা সাহা, চিত্রর্পিতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঠাকুরতা, বিকাশ রঞ্জন কর্মকার ও অভিনবা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় ওয়েব সিরিজ ‘রে’
সঙ্গীত পরিচালনার দায়িত্ব একা হাতে সামলেছেন অভিনবা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসাদ করাক (আবির)। অভিত্রা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘পুজো এলো’ অ্যালবামের সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন সায়েদ মইদুল হক্। যদি সব কিছু ঠিক থাকে তাহলে মহালয়ার দিনই মুক্তি পাওয়ার কথা এই নতুন অ্যালবামের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584