মনিরুল হক,কোচবিহারঃ
বিগ্রেড সমাবেশের প্রচারে কোচবিহারে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ জানুয়ারি দুপুরে কোচবিহার রাসমেলার মাঠে সমাবেশ করবেন তিনি। আজ এখবর জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিগ্রেড সমাবেশ হবে।সেই সমাবেশের প্রচার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করতে আসবেন।ওই সভায় কয়েক লক্ষ মানুষের জমায়েত করা হবে।”
লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ময়দানে নামার প্রস্তুতি নিয়ে নিয়েছে।৭ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি।ওই রথযাত্রা সূচনা অনুষ্ঠানে যোগ দিতে আসবেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের অন্তর্কন্দোলের সুযোগ নিয়ে বিজেপি এবার কোচবিহারকে পাখির চোখ করেছে। জেলা সদর থেকে শুরু করে জেলার তিন মহকুমা দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জে রথের রাত্রি যাপন করার ব্যবস্থা করেছে বিজেপি। এতে ওই এলাকায় দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ, যারা শাসক দলের ভয়ে প্রকাশ্যে বের হতে পারছেন না, তাঁদের মনেও সাহস যোগাবে বলে বিজেপি নেতৃত্বের ধারণা।বিজেপির এই রণকৌশল সম্পর্কে ওয়াকিবহাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর তাই বিজেপির রথযাত্রার এক মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত একজন হেভিওয়েট নেতৃত্বকে দিয়ে কোচবিহারে সভা করার সিধান্ত তৃণমূল কংগ্রেস নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
ইতিমধ্যেই কোচবিহার জেলার অবজার্ভার হিসেবে সুব্রত বক্সির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দায়িত্ব দিতেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গোষ্ঠী কোন্দলের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই দায়িত্ব পাওয়ার পর ৮ জানুয়ারি প্রথমবার সভা করতে কোচবিহারে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সময় দলের গোষ্ঠী বিরোধ মেটাতে তিনি উদ্যোগ নিতে পারেন বলেও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অন্দরে আলোচনা শুরু হয়েছে।তাই ৮ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584