নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসনের অফিস, তমলুক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে জেলার বহু ব্লকের অন্তর্গত বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গার বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়েছে।
সচেতনতার তথা জনজাগরন ঘটিয়ে বাল্যবিবাহ পাচার শিশুদের উপর ঘটা বিভিন্ন যৌন অপরাধে ও নানান শিশুর সম্পর্কীয় সমস্যা বিষয়ে সচেতনতা জাগ্রত করা।
এই বিষয়ে সোমবার দেশপ্রান ব্লকের ধোবা বেরিয়া গ্রাম পঞ্চায়েত ভবানীপুর অঘোর চাঁদ হাইস্কুলেরের কন্যাশ্রী মেয়ে ও অভিভাবক, ব্লক লেভেল, চাইল্ড প্রটেকশন কমিটিকে নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন ডক্টর দিলীপ কুমার দাস, জেলা সুরক্ষা আধিকারিক (প্রাতিষ্ঠানিক) শ্রীমতি সঙ্গীতা সাহু, জেলা শিশু সুরক্ষা ইউনিটের সমাজকর্মী সঙ্গীতা মণ্ডল ও কাজলা জনকল্যাণ সমিতির পরিচালিত তপোবন শিশু আবাসের সুপার দিপালী নন্দী প্রমূখ।
আরও পড়ুনঃ প্রস্তুতি বৈঠক ও বিরোধী মিছিল শাসক শিবিরের
জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস তার বক্তব্যে বলেন আইনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা যায় ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে সচেতনতা এলেই তবেই এই ধরনের একটি সমাজের ক্ষতিকারক দিক থেকে আমাদের কন্যা সন্তানদের বাঁচাতে পারবো।
এই সচেতনতা শিবিরের ফলস্বরুপ আগামী দিনে বাল্যবিবাহ কমবে বলে মনে করি। শিশু কল্যাণ কমিটি সর্বদা তোমাদের কাছে আছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি গিরি বলেন তোমাদের নিজের ভালো নিজেদেরকে বুঝতে হবে, তোমরা ১৮ বছর বয়সের আগে কেউ বিয়ে করবে না পড়াশোনা চালিয়ে যাবে।
বিভিন্ন সম্পদ ব্যক্তিরা বাল্যবিবাহের কুফল এবং এই সামাজিক সমস্যা কিভাবে শিশুর সম্পদকে পাচার, যৌন নির্যাতন পারিবারিক হিংসার শিকার করে অচিরেই নষ্ট করছে তাদের প্রতিভা বড় হওয়া নিজেদের পায়ে দাঁড়ানোর পথ বন্ধ করে পরিবারকে দুর্বল করছে, সে বিষয়ে আলোচনা করেন।
জেলা শিশু সুরক্ষার তরফে বাল্য বিবাহের বিষয়ে কুইজ ও প্রশ্নোত্তর অধিবেশনের মাধ্যমে বয়সন্ধিকালীন ছেলেমেয়েদের মধ্যে বাল্যবিবাহ তার সম্পর্কীয় প্রতিকার, প্রভাব বিষয়ে তথ্য জানানো হয় ।
দলগত পদ্ধতিতে শিশুদের মতামত সংগ্রহ করে তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে সতর্কও প্রতিরোধ ব্যবস্থা জাগরণে, তাদের নিজেদের করণীয় দিকগুলো তুলে ধরা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584