সঞ্জয় চৌধুরী, পুরুলিয়াঃ
সারা রাজ্যে চলছে কোভিড বিধি-নিষেধ। সেই নির্দেশিকা মেনেই বরাবাজার প্রশাসনের উপস্থিতিতে ড্রিম টিমের সহযোগিতায় রাগমা ময়দানে মেধাবী ফুটবল খেলোয়াড়দের হাত স্যানিটাইজ করে মাস্ক, জার্সি, জুতো, খেলার সরঞ্জাম ইত্যাদি তুলে দিলেন ড্রিম টিমের সদস্যরা। উপস্থিত ছিলেন বরাবাজার প্রশাসন রাগমা প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডুমুরডি, শাখারী স্কুলের শিক্ষক তথা ড্রিম টিম- এর সকল সদস্যবৃন্দরা।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করে বরাবাজার প্রশাসনের তরফ থেকে কোভিডবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং বরাবাজার প্রশাসনের হাত দিয়ে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। এরপর দুই টিমের মধ্যে ফুটবল খেলা শুরু হয়।
ড্রিম টিম -এর সদস্যও ডুমুরডি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব গোস্বামী ও ড্রিম টিম -এর সেক্রেটারি সঞ্জয় ত্রিপাঠী জানান, আমাদের টিমের ৩৩ জন সদস্য নিয়ে তৈরী। তার মধ্যে রয়েছে রাগমা প্রাইমারি ডুমুরডি প্রাইমারি শাখারী প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দরা, ও গ্রামের কয়েকজন সমাজসেবক কর্মিবৃন্দরা। রাগমা ময়দানে যে দুঃস্থ মেধাবী ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের কোভিড বিধি মেনে স্যানিটাইজার, মাস্ক, জার্সি খেলার সরঞ্জাম বিতরণ করলাম।
আমাদের টিমের পরিকল্পনাগুলি হলো সবুজায়ন, অপুষ্টি দূরীকরণ স্বাস্থ্য শিবির, সামাজিক সচেতনতা, ক্রিয়া চর্চা, সাংস্কৃতিক চর্চা ও ১৩ থেকে ১৮ বছর মেয়েদের মেন্স -এর ভয়, লজ্জা কাটানো যাতে তারা সুস্থ স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে। ড্রিম টিম -এর এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন বরাবাজার ব্লকের সমস্ত সাধারণ মানুষই।
আরও পড়ুনঃ সংরক্ষণ কেন্দ্রের নির্দেশ অনুযায়ীই হবে, NEET PG ও UG কাউন্সেলিং শুরুর অনুমতি সুপ্রিম কোর্টের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584