শিশু শ্রমিক,পাচার রোধে সচেতনতা শিবির

0
62

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Awareness campaign to stop child trafficking
নিজস্ব চিত্র

শিশু শ্রমিক ও শিশু পাচার রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আজ বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে।
নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং শিশু শ্রমিক বিষয়ক বিশেষ সচেতনা আনতেই এই শিবির।

Awareness campaign to stop child trafficking
নিজস্ব চিত্র

এই শিবিরের আয়োজন করেছেন জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান রাইটস ল নেট ওয়ার্ক’ কলকাতা শাখা।সহযোগিতা করেছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর,বিনশিরা গ্রাম পঞ্চায়েত এবং উজ্জীবন সোসাইটি।

শিবিরের মূল আলোচক ছিলেন চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য সূরজ দাশ। তিনি নারী ও শিশু পাচারের উপর দীর্ঘ আলোচনা করেন। বালুরঘাট জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী মাননীয় শিবতোষ চ্যাটার্জি শিশু শ্রমিক বিষয়ের উপর আলোকপাত করেন।

Awareness campaign to stop child trafficking
নিজস্ব চিত্র

‘হিউম্যান রাইটস ল নেট ওয়ার্ক’-এর প্রতিনিধি ভক্ত সরকার সংগঠনের কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গের সামনে রাখেন।আজকের শিবিরে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

জেলা আদালতের আইনিজীবী বীথি চক্রবর্তী, সিদ্ধার্থ দে,মনোজিৎ সরকার, ঋতুরাজ কুজুর,হাবিবুর রহমান,স্বাস্থ্য দপ্তরের পক্ষে ইতি দাস,দীপিকা কর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ পাত্রীর খোঁজে ম্যাট্রিমনি সাইটের দ্বারস্থ হয়ে লক্ষাধিক টাকা খোয়া গেল যুবকের

এছাড়াও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস,মিঠু সাহা,বিজয় বর্মণ,বিপ্রজিৎ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মানিকলাল মাহাত জানান এলাকার নারী ও শিশু পাচার রুখতে এমন শিবির আরো হওয়া প্রয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here