নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কোয়ারেন্টাইনের মেয়াদ ফুরানোর পর সেন্টার থেকে বাড়ি ফিরছেন দলে দলে শ্রমিক। শ্রমিকরা বাড়ি ফেরায় আতঙ্ক বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের ভয় কাটাতে তাই এবারে গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার করবে মালদহের গ্রাম পঞ্চায়েতগুলি।
মালদহে বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা যত বাড়ছে, সেইসঙ্গে বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা। শুরু হয়েছে আতঙ্ক। মালদহের একাধিক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর যাতে সামাজিক বয়কট বা অন্য কোনও সমস্যার শিকার না হন, সেজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছে পঞ্চায়েতগুলি।
আরও পড়ুনঃ ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু চা বাগানে
একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা মোকাবিলার পাশাপাশি গুজব রুখতেও মরিয়া পঞ্চায়েত। কোয়ারেন্টাইন সেন্টার থেকে ফিরে শ্রমিকরা যাতে সুস্থ পরিবেশে বসবাস করতে পারেন, সেবিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584